ব্যবসায়ীকে গুলি করার ঘটনায় মূল অভিযুক্ত রিপন দাসকে না পেয়ে পুলিশ অভিযুক্ত বাবা, শ্যালক-সহ দোকানের চার কর্মীকে আটক করেছে ইসলামপুর থানার পুলিশ। পুলিশ নিরীহ মানুষদের আটক করার প্রতিবাদে দোকানের কর্মীদের ছেড়ে দেওয়ার দাবিতে তার আত্মীয়রা থানার সামনে ধর্নায় বসেছেন। পুলিশ এবিষয়ে মুখ খুলতে অরাজি।
প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার মাদারীপুর এলাকায় ব্যবসা সংক্রান্ত বিবাদের জেরে চা-পাতা ব্যবসায়ী ভবেশ দেবনাথ গুলিবিদ্ধ হন। পুলিশ তদন্ত নেমে গুলি করার ঘটনায় ভবেশবাবুর প্রাক্তণ অংশীদার রিপন দাসের নাম জানতে পারে। পুলিশ রিপনের ব্যবসাস্থলে হানা দিলে তার খোঁজ পায়নি। রিপনবাবুর দোকানের চার কর্মী যথাক্রমে গলেশ হালদার, দীপঙ্কর দাস, ইন্দ্রজিৎ দাস, উৎপল দাস এবং রিপনবাবুর বাবা ধীরেন দাস ও তার শ্যালক বলাই ঘরামিকে বুধবার রাতেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। ২৪ ঘন্টা কেটে যাওয়ার পরও আটক ব্যাক্তিদের পুলিশ ছেড়ে না দেওয়ায় বৃহস্পতিবার রাতে আটক ব্যাক্তিদের আত্মীয় এবং প্রতিবেশীরা ইসলামপুর থানায় হাজির হন। পুলিশ তাদের দাবিকে আমল না দেওয়ায় বাসিন্দারা থানার সামনে ধর্নায় বসেন। আটক বাসিন্দাদের আত্মীয়দের দাবি- পুলিশ অযথা গোবেচারা মানুষদের থানায় এনে হয়রানি করছে। অবিলম্বে তাদের নিশর্ত মুক্তি না দিলে তারা ধর্না-অবস্থান চালিয়ে যাবেন। তবে ইসলামপুর থানার পুলিশ এবিষয় নিয়ে মুখ খুলতে নারাজ।রিপনের খোঁজে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে ইসলামপুর থানার পুলিশ।
উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।