কালিয়াগঞ্জের রাধিকাপুর রেলস্টেশনের পরিকাঠামো উন্নয়নের হাল হকিকত পরিদর্শন করলেন কাটিহারের ডিআরএম শুভেন্দুকুমার চৌধুরী। শুক্রবার দুপুর ২ টা নাগাদ রেলের নির্মান বিভাগের টিম সমেত রাধিকাপুরে আসেন ডিআরএম। বিএসএফের সহযোগিতায় এদিন ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে শৌচালয়, আলো এবং সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজ পরিদর্শন করেন তিনি। এরপর রাধিকাপুর রেলস্টেশনে যাত্রীদের বসার জায়গা ও টিকিট কাউন্টার চত্বর পরিদর্শন করেন। এদিন রাধিকাপুর রেলস্টেশনের আগে বারসই এবং রায়গঞ্জ রেলস্টেশন পরিদর্শন করেন ডিআরএম।
উত্তর দিনাজপুরের রাধিকাপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।