শুক্রবার মোটর বাইক এবং ছোট গাড়ির সংঘর্ষে মৃত্যু হয় মোটর বাইক চালকের। মৃত ওই যুবকের নাম বিশ্বজিৎ ঘোড়ই। বয়স ৩৭ বছর। ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের শিমুলগুড়ির গজলডোবা ক্যানালের পাশে।
সূত্রের খবর, ওই মোটর বাইক চালক গজলডোবা থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিলেন। আচমকাই উল্টো দিক থেকে একটি ছোট গাড়ির সঙ্গে মোটর বাইকটির মুখোমুখি সংঘর্ষে হয়। ঘটনায় রাস্তার পাশে ছিটকে পড়ে যায় মোটর বাইক চালক। ঘটনার খবর পরীর ঘটনাস্থলে পৌঁছয় মিলনপল্লী ফাঁড়ির পুলিশ। আহত ওই যুবককে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মোটর বাইক এবং ছোট গাড়িটি করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকে পলাতক ছোট গাড়ির চালক। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, রাজগঞ্জ।