আমেরিকার ওয়াশিংটন স্টেট বিশ্ববিদ্যালয় থেকে রায়গঞ্জের ছেলে অর্জক ভট্টাচার্য পদার্থবিজ্ঞান এবং যান্ত্রিক প্রকৌশল(Materials Science and Mechanical Engineering) নিয়ে গবেষক হলেন। শনিবার আমেরিকার ওয়াশিংটন স্টেট বিশ্ববিদ্যালয়ের এক সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে সম্মানিত করা হয়। আমেরিকা থেকে অর্জক ভট্টাচার্য ” টাইমস ফোর্টিন বাংলা”-কে জানিয়েছেন- তিনি আগামী ২ থেকে ৩ বছর আমেরিকাতেই থাকবেন পরবর্তী গবেষণা এবং পোস্ট ডক্টরেট করার কাজে। এরপর তিনি স্বদেশেই ফিরে আসতে চান।
তাঁর এমন গবেষণার কাজে যারা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছেন তারা হলেন- উপদেষ্টা অধ্যাপক সুস্মিতা বোস, খড়গপুর আইআইটি-র ডিন অরবিন্দ রাউথরে কনিষ্ঠ সহকর্মী উজ্জ্বল মজুমদার-সহ বহু মানুষ।
প্রসঙ্গত, অর্জকবাবুর বাড়ি রায়গঞ্জের উকিলপাড়ার পুরনো কমল টকিজের পেছনে। তাঁর বাবা এবং মা যথাক্রমে গোবিন্দ কিঙ্কর ওরফে বিধান ভট্টাচার্য এবং রত্না আচার্য (ভট্টাচার্য) দু’জনই রাজ্য সরকারি চাকুরে ছিলেন। বর্তমানে তারা দু’জনই অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। তিনি স্থানীয় করোনেশন হাইস্কুলের ছাত্র ছিলেন। উচ্চ মাধ্যমিক পাশের পর কলকাতা থেকে বি-টেক করেন, পরে উত্তরপ্রদেশের কানপুর আই আই টি থেকে এম টেক করেন। সর্বোপরি তিনি সুদূর আমেরিকায় পাড়ি দেন। সেখানে ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি থেকে গবেষক হলেন। এবার তিনি আমেরিকার বোস্টনে যাচ্ছেন পোস্ট ডক্টরেট করার লক্ষ্যে। তাঁর এমন সাফল্যে গর্বিত উত্তর দিনাজপুর-সহ সমগ্র বাংলা। তিনি পোস্ট ডক্টরেট করে এদেশের পড়ুয়াদের বিদ্যাশিক্ষায় উদ্বুদ্ধ করুন, চান সকলেই।
টাইমস ফোর্টিন ব্যুরো, ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি, আমেরিকা।