Malda : পুকুর থেকে উদ্ধার বৃদ্ধের মৃতদেহ

আরও পড়ুন

সোমবার সকালে বাড়ির পাশের পুকুর থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদার মুছিয়া গ্রাম পঞ্চায়েতের মহাদেবপুর এলাকায়। মৃত ওই বৃদ্ধের নাম বৈদ্যনাথ মন্ডল। বয়স ৯০ বছর। সোমবার ভোররাতে পুকুরে গিয়েছিলেন তিনি। দীর্ঘ সময় কেটে যাওয়ার পরেও তার বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করতে শুরু করেন।অবশেষে সকালে বাড়ির পাশের একটি পুকুরে ওই বৃদ্ধের নিথর দেহ পড়ে থাকতে দেখতে পান পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালদা থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠান হয়। পরিবারের সদস্যদের অনুমান পুকুরে জলে পড়ে গিয়ে মৃত্যু হয় ওই বৃদ্ধের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের সদস্য-সহ গোটা গ্রামে।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close