প্রধান মন্ত্রী আবাস যোজনা প্রকল্পের প্রকৃত উপভোক্তাদের নাম বাদ দিয়ে ধনী পরিবার তালিকায় সামিল করার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা প্রধানের অফিস ঘেরাও করেছেন। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রসাখোয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে। নতুন করে সার্ভে করে প্রকৃত উপভোক্তার তালিকা তৈরি করার আশ্বাস না পাওয়া পর্যন্ত বাসিন্দারা তাদের ঘেরাও করে আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকিও দিয়েছেন।
সূত্রের খবর, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে পঞ্চায়েত থেকে সার্ভে করা হয়েছিল। সার্ভে করে ৪৪১ জন উপভোক্তাদের তালিকা তৈরি করা হয়েছিল। আচমকা সেই তালিকা বাতিল করে ৮৯ জনের একটি তালিকা প্রকাশ করা হয়। সেই নতুন তালিকায় ধনী বাসিন্দাদের নাম অর্ন্তভুক্ত করা হয়। যে সমস্ত বাসিন্দাদের পাকা বাড়ি আছে, যারা আর্থিক দিক থেকে সচ্ছল তাদের তালিকায় নাম অর্ন্তভুক্ত হওয়ায় পঞ্চায়েতের এই স্বজনপোষনের প্রতিবাদে সোমবার রসাখোয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হাইস্কুলপাড়া, রসাখোয়া, খুরকা, মহেশপুর, খন্তা-সহ একাধিক গ্রামের কয়েকশো বাসিন্দা পঞ্চায়েত অফিস ঘেরাও করে।
গ্রাম পঞ্চায়েত প্রধান উপস্থিত না থাকায় প্রধানের ঘরে বসে বিক্ষোভ দেখতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। আন্দোনলনকারীদের অভিযোগ, প্রধানের স্বজনপোষনের কারনেই দুঃস্থ অসহায় বাসিন্দাদের তালিকা থেকে নাম বাদ দিয়ে ধনী পরিবারদের নাম তালিকায় অর্ন্তভুক্ত করার প্রতিবাদেই তারা আন্দোলন শুরু করেন। এই তালিকা বাতিল করে নতুন করে সার্ভে করার দাবি করেছেন।পঞ্চায়েত প্রতিনিধি এবং ব্লক প্রশাসনের তরফ থেকে এই আশ্বাস না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে নিয়েযাওয়ার হুমকি দিয়েছেন আন্দোনলনকারীরা।
করণদিঘি ব্লকের রসাখোয়া থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা