Uttar Dinajpur: ইসলামপুরের চৌরঙ্গী মোড়ে বেআইনি নির্মাণ ভাঙল পুরসভা

আরও পড়ুন

ইসলামপুর চৌরীঙ্গী মোড় বাজার সংলগ্ন এলাকায় সরকারি জমি দখল মুক্ত করল ইসলামপুর পুরসভা। যে সমস্ত ব্যাবসায়ী পুরসভার নির্দেশিকার পরও সরকারি জমি খালি করেনি সেই প্রতিষ্ঠানটি জে সি বি দিয়ে ভেঙে দেওয়া হয়। ব্যাবসায়ী প্রতিষ্ঠানের একাংশ জে সি পি দিয়ে ভেঙে দেওয়ায় ব্যাবসায়ীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পুর কর্তৃপক্ষের দাবি- শহরকে সুন্দর করতে যান চলাচল স্বাভাবিক করতেই তাদের এই পদক্ষেপ।

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুর এলাকায় যানজটের সমস্যা মেটাতে উদ্যোগী ইসলামপুর পুরসভা। ইসলামপুর শহরের দু’ধারে যে সমস্ত ব্যাবসায়ী প্রতিষ্ঠান রয়েছে তাদের নিজস্ব ব্যাবসায়ী কেন্দ্রের বাইরে এসে সরকারি জমি দখল করে ব্যবসা করছেন। সরকারি জমি দখল করে ব্যাবসা প্রতিষ্ঠান করা পথচারীদের চলাফেরা করতে চরম সমস্যার মধ্যে পড়তে হয়। এছাড়া যান চলাচলের রাস্তা সরু হবার কারনে যানজটের সৃষ্টি হচ্ছে।ইসলামপুর পুরসভার পক্ষ থেকে ব্যাবসায়ী সরকারি জমি ছেড়ে নিজস্ব প্রতিষ্ঠানে ব্যাবসা করার জন্য দীর্ঘদিন যাবত আবেদন জানিয়ে আসছে। পুর কর্তৃপক্ষের সেই আবেদনে ব্যাবসায়ীরা সাড়া না দেওয়া চলতি মাস থেকে সরকারি জমি দখল মুক্ত করার কাজে হাত লাগায় ইসলামপুর পুরসভা।বৃহস্পতিবার ইসলামপুর পুরসভার চৌরীঙ্গী মোড় বাজার এলাকায় সরকারি জমি দখল মুক্ত করল। ইসলামপুর পুরসভার নির্বাহী আধিকারিক আরিকুল ইসলামের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। যেসমস্ত ব্যাবসায়ী প্রতিষ্ঠান সরকারি জমিতে কংক্রিটের ব্যাবসা কেন্দ্র তৈরি করেছে সেগুলো জে সি বি দিয়ে ভেঙে দেওয়া হয়। কংক্রিটের প্রতিষ্ঠান ভেঙে দেওয়ায় ব্যাবসায়ীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।নির্বাহী আধিকারিক আরিকুল ইসলাম জানিয়েছেন,ইসলামপুর শহরকে সুন্দর এবং যানজট মুক্ত করতেই তাদের এই পদক্ষেপ৷ তারা প্রত্যেকেই ইসলামপুরের বাসিন্দা। প্রত্যেকেই ইসলামপুর শহরকে সুন্দর দেখতে চায়। মানুষ স্বতস্ফুর্তভাবে তাদের এই উদ্যাগকে মেনে নিয়েছে। ব্যাবসায়ী সুজিত বিশ্বাস জানান, তাদের প্রতিষ্ঠানটি ভেঙে দেওয়ার কারনে প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। প্রতিষ্ঠানে কয়েক লক্ষ টাকার ব্যাবসায়ী সামগ্রী থাকলেও প্রতিষ্ঠানের গেট ভেঙে দিয়েছে। এই এলাকায় আরো বেশ কিছু ব্যাবসায়ী সরকারি জমিতে ব্যবসা করলেও পুরসভার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করেনি বলে সুজিতবাবুর অভিযোগ।একই অভিযোগ করেছেন দেবী মন্ডল নামের ব্যাবসায়ী। তার অভিযোগ- প্রতিষ্ঠানের একাংশ ভেঙে দিয়ে তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানটির অনিশ্চিতার মধ্যে ঠেলে দিয়েছে।রাতে অন্ধকারে দুষ্কৃতীরা চুরি করে পালালেও তাদের কিছুই করার থাকবে না।

উত্তর দিনাজপুর ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close