দূষণ কমানোর সচেতনতা বার্তা দিতে ভারত থেকে নিউজিল্যান্ডে সাইকেলে চড়ে পাড়ি দিয়েছে আসামের ছেলে প্রদীপ কলিতা। বৃহস্পতিবার সে উত্তর দিনাজপুরের করণদিঘিতে এসে পৌঁছয়। রাতে সে করণদিঘি ব্লকের বিপ্লবী ক্লাবে রাত কাটিয়ে শুক্রবার দুপুরে আবার নিউজিল্যান্ডের জন্য পাড়ি দেয়। এদিন ওই সাইকেলারোহী প্রদীপ কলিতাকে তার এমন ভাবনার জন্য সংবর্ধনা জানান করণদিঘি ব্লকের বিধায়ক গৌতম পাল।
শুক্রবার প্রদীপ কলিতা বলেন তার এহেন উদ্যোগের কারন হল, বর্তমানে অতিরিক্ত যানবাহনের ফলে দূষণ বেড়েই চলেছে। তার কথায় কিছুটা দূরত্বের কোনও জায়গায় যাওয়ার জন্যও আমরা গাড়ি ব্যবহার না করে যদি সাইকেলে ব্যবহার করি তাহলে দূষণ অনেকটাই কমানো যাবে।
এদিন তিনি বায়ু দূষণ ক,মানোর পাশাপাশি বেশি গাছ লাগানো এবং প্লাষ্টিক ব্যবহার কম করার কথাও বলেন। তিনি এমনই কিছু সচেতনতা বার্তা দিতে সাইকেল নিয়ে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন।
করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।