বৃহস্পতিবার ঝাড়খণ্ডের পাথরডিহার পুরনো রেল স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের একটি বগিতে আচমকাই আগুন লেগে যায়।
সূত্রের খবর, পাথরডিহা স্টেশনের ৫ নম্বর লাইনে যাত্রীবাহী একটি ট্রেনের ১৬টি বগি দাঁড়িয়ে ছিল। আচমকাই একটি বগিতে আগুন লেগে যায়। তা ক্রমশ ছড়িয়ে পরে ট্রেনের অন্যান্য বগিতে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। হুড়োহুড়ি শুরু হয় রেলকর্মীদের মধ্যেও। দমকল কর্মীদের চেষ্টায় সন্ধের দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে।আগুন নেভানোর সময় মোহন ওরাঁও নামে এক রেলকর্মী আহত হন। সঙ্গেসঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, আগুন কিভাবে লেগেছে সেবিষয়ে কিছু জানা যায়নি – তবে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে রেল দফতরের।
টাইমস ফোর্টিন ব্যুরো , রাঁচি, ঝাড়খন্ড। ।