পণ্যবাহী লরির ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে গোয়ালপোখর ১ নম্বর ব্লকের ইন্ডিয়া কাশীবাড়ি রাজ্য সড়কে। সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম সাইফুদ্দিন বয়স আনুমানিক ৬০ বছর। তিনি চাকুলিয়া থানার বসনপুর এলাকার বাসিন্দা। কর্মসূত্রে সাইফুদ্দিন সাহাপুর এলে কাজ শেষে বাড়ি ফেরার সময় রসাখোয়ার দিক থেকে আসা একটি লরি পেছন দিক থেকে এসে সজোরে ধাক্কা মারে সাইকেলে। ঘটনাস্থলে মৃত্যু হয় সাইফুদ্দিনের। নিহতের দেহটি ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের জন্য। এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।