আগামী ৩০ ডিসেম্বর, শুক্রবার উত্তর দিনাজপুরের করণদিঘির রসাখোয়ার-১ নম্বর অঞ্চলের বেতনাতে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। আয়োজক বেদিয়া বিকাশ সমিতির উত্তর দিনাজপুর জেলা শাখা। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের সহযোগিতায় রয়েছে অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ ইন্ডিয়া। সংশ্লিষ্ট সম্পাদক সংগঠনের জেলা সম্পাদক ভবেশ মাহাতো এ খবর জানিয়েছেন তিনি বলেন, জিৎরাম ভেদিয়া ঝাড়খন্ডের গাগারিতে জন্মগ্রহণ করেছিলেন ১৮০২ সালের ৩০ ডিসেম্বর। জিৎরামের জনপ্রিয়তা ও সাংগঠনিক ক্ষমতা দেখে তাকে হত্যার পরিকল্পনা করে ব্রিটিশ সরকার। এরপর ১৮৫৮ সালে ২৩ এপ্রিল ব্রিটিশদের হাতে তিনি শহীদ হন। তারই জন্মতিথি পালনের লক্ষ্যে গতকাল, শুক্রবার একটি সভা অনুষ্ঠিত হয় রসাখোয়ার বেতনাতে। সেখানেই সিদ্ধান্ত হয়েছে- বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের পাশাপাশি এদিন রক্তদান শিবিরও করা হবে। অনুষ্ঠানে উপস্থিত জেলা যুব কমিটির সম্পাদক সুমিত মাহাতো, সভাপতি নীলকান্ত মাহাতো-সহ উপস্থিত বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিত্ব এমন শিবিরের লক্ষ্যে সহমত পোষণ করেন। ওইদিন কতজন মানুষ রক্তদান করেন সেটাই এখন দেখার।
ফোর্টিন টাইমলাইন, করণদিঘি, উত্তর দিনাজপুর।