নেশাজাতীয় দ্রব্য খাইয়ে টোটো চালকের কাছ থেকে টোটো সহ সর্বস্ব লুটের অভিযোগ। এই ঘটনার একদিন পর বাড়ি থেকে আট কিলোমিটার দূরে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় ওই টোটো চালককে।
সূত্রের খবর, ওই টোটো চালকের নাম হাসিম মহম্মদ। টোটোচালককে বাড়ি রায়গঞ্জের রূপাহার এলাকায়। বুধবার অপরিচিত এক ব্যক্তি এসে বৃহস্পতিবার সকাল থেকে টোটো ভাড়া নিতে চান বলে তাদের কাছে আসেন। সেইমত বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ ওই ব্যক্তি ও তার স্বামী টোটো নিয়ে ভাড়ার জন্য বেরিয়ে যান। এরপর বিকেলে হাসিম মহম্মদ বাড়ি না ফিরলে তার স্ত্রী ফোন তাকে ফোন করলে ফোন সুইচড অফ পান। এরপর বৃহস্পতিবার রাত থেকেই তাকে খোঁজাখোঁজি শুরু করা হলে শুক্রবার সকালে রায়গঞ্জের দক্ষিণালে নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকতে পাওয়া যায় হাসিম মহম্মদকে। তার অভিযোগ, তাকে কেউ নেশাজাতীয় দ্রব্য তার সর্বস্ব লুঠ করে নিয়ে যায়। নেশার তীব্রতা এতটাই বেশি ছিল যে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।
বাড়ি থেকে আট কিলোমিটার দূরে হাসিম মহম্মদের নেশাগ্রস্ত অবস্থায় উদ্ধারের ঘটনায় স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। শুক্রবার রাতে এই ঘটনায় রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। রায়গঞ্জে দিনের পর দিন চুরি-ছিনতাই বেড়েই চলেছে। সেখানে দাঁড়িয়ে দিনের বেলা এক টোটো চালককে নেশা জাতীয় কিছু খাইয়ে টোটো-সহ সর্বস্ব লুটের ঘটনা আরও একবার পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিল।
ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।