সরকারি জমিতে বিদ্যুৎ চুরি করে ব্যাডমিন্টন খেলায় শনিবার সেখানে হানা দিল ইসলামপুর পুরসভার নির্বাহী আধিকারিক আরিকুল ইসলাম। অভিযুক্ত ক্লাব কর্মকর্তাদের বিরুদ্ধে বিদ্যুৎ দফতরের আইনানুযায়ী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানা গেছে।
সূত্রের খবর, ইসলামপুর আদর্শ সংঘের সদস্যরা শীতের মরশুমে পূর্তদফতরের জমিতে বিদ্যুৎ চুরি করে ব্যাডমিন্টন খেলতেন। ব্যাডমিন্টন খেলায় উচ্চ ক্ষমতা সম্পন্ন আলো ব্যাবহার করা হয়। প্রতিদিন সরকারকে বিদ্যুৎ বিল বাবদ মোটা টাকা গুনতে হত। ইসলামপুর পুরসভার কাছে এই অভিযোগ জমা পড়ে। শনিবার সন্ধ্যায় খেলা চলাকালীন ইসলামপুর পুরসভার নির্বাহী আধিকারিক আরিকুল ইসলামের নেতৃত্বে বিদ্যুৎ দফতরের কর্মীরা সেখানে হানা দেন। বিদ্যুৎ খরচের নিজস্ব মিটার আছে কি না জানতে চাইলে ক্লাব সদস্যরা কোনও সদুত্তর দিতে পারেননি। আধিকারিকদের দেখতে পেয়ে ক্লাবের সদস্যরা সেখান থেকে গা ঢাকা দেন। বিদ্যুৎ দফতরের কর্মীরা খেলায় ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জাম বাজেয়াপ্ত করেন। নির্বাহী আধিকারিক আরিকুল ইসলাম জানিয়েছেন, দীর্ঘদিন যাবত সরকারি দফতরের জমিতে বিদ্যুৎ চুরি করে এই খেলা চলছিল। প্রতিদিন সরকারের আর্থিক ক্ষতির বহর বাড়ছিল। যারা এই খেলায় যুক্ত আছেন, তাদের বিরুদ্ধে বিদ্যুৎ দফতরের আইনানুযায়ী পদক্ষেপ গ্রহণ করবেন। তবে বিদ্যুৎ চুরি করে ব্যাডমিন্টন খেলা যে অর্থহীন তা আরেকবার প্রমাণিত হ’ল।
উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।