বছরের শীত মরশুমে প্রথম কুয়াশার চাদরে মুরলো মালদা। যার ফলে রাস্তায় দৃশ্যহীনতা যথেষ্ট কম। জাতীয় সড়কে ধীর গতিতে যানবাহন চলাচল করছে। ভোরবেলা থেকে কুয়াশাচ্ছন্ন থাকায় নিত্যযাত্রী থেকে সাধারন মানুষদের পথ চলতে অসুবিধার সন্মুখীন সচ্ছে। দেখা নেই রৌদ্রের।
ফোর্টিন টাইমলাইন, মালদা।