ন্যাশনাল হাইওয়ে ব্যবসায়ী সমিতি, গোয়ালপাড়া শাখার পক্ষ থেকে প্রথম বার্ষিক সভা অনুষ্ঠিত হল শনিবার। এদিনের সভায় উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল চেম্বার অফ কমার্স এর সম্পাদক শংকর কুন্ডু-সহ বিশিষ্ট ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের বিভিন্ন সুবিধা অসুবিধা-সহ এদিনের সভায় কমিটি ও গঠন করা হয়। আগামী বছরের নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জিতেন্দ্রনাথ রায় ও সম্পাদক হয়েছেন নন্দ কিশোর রায়, কোষাধ্যক্ষ প্রদীপ দাস, রথীন্দ্রনাথ রায়-সহ অন্যান্য সদস্যরা কমিটির বিভিন্ন পদে থেকে ব্যবসায়ী দের পাশে থাকবেন বলে জানান।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।