পরিস্থিতি ঠিক থাকলে আগামী ২০ এবং ২১ এপ্রিল রাজ্য এক নয়া নজির গড়তে চলেছে। যার দৌলতে কর্ম সংস্থানের সমস্যার অনেকাংশে সমাধান হতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, আগামী ২০ এবং ২১ এপ্রিল নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বা বিজিবিএস-এর আসর বসতে চলেছে। দেশের প্রথম সারির সমস্ত শিল্পপতিদের এই আসরে উপস্থিত থাকার কথা রয়েছে। একইসঙ্গে, এই সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের কটাক্ষের যাবতীয় জবাব দিতে পারেন বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর, এবার বাংলায় বড়সড় ব্রিটিশ বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রীর ডাকে আগ্রহ প্রকাশ করে ইংল্যান্ডের ৪৯ জন শিল্পপতি এবং শিল্পকর্তাদের মিলিত দল হাজির থাকবে ওই সম্মেলনে। উল্লেখ্য, করোনার প্রকোপের জেরে গত দু বছর স্থগিত ছিল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, এবার তাই একের পর এক চমক দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
ইতিমধ্যেই সম্মেলনে নিজেদের উপস্থিতির নিশ্চয়তা জানিয়ে দিয়েছেন আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানি, রিল্যায়েন্সের মুকেশ আম্বানি সহ দেশের অন্যান্য প্রথিতযশা শিল্পপতিরা। চলতি মাসের শেষ সপ্তাহে শিল্পের প্রসার নিয়ে চর্চা চলবে সারা বাংলা জুড়ে। উল্লেখ্য, একুশের লড়াইয়ে বিপুল জয়ের পরেই তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েই তিনি ঘোষণা করেছিলেন যে, এবার তাঁর টার্গেট হচ্ছে বাংলায় কর্মসংস্থান তৈরি করা। সেজন্য তাঁর সরকার বিনিয়োগের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়বে। সেই কথা মাথায় রেখেই একাধিক শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। বিনিয়োগকারীদের বাংলায় বিনিয়োগের পথ দেখাতে মুম্বাই গিয়েও বাণিজ্য সম্মেলনে আলোচনা সেরে ফেলেছেন তিনি।
খবরের সত্যতা স্বীকার করে কলকাতায় ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার নিক লো জানিয়েছেন, “আমি অত্যন্ত উৎসাহিত, কারণ বিজিবিএসে এত বড় প্রতিনিধি দল আসতে চলেছে। গত বছর মে মাসে আমাদের দুই দেশের প্রধানমন্ত্রীরা ভারত এবং ইংল্যান্ডের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগের সম্ভাবনা আরও প্রসারিত করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন। আমরা বর্তমানে সেই পথেই হাঁটছি। ব্যবসা সম্প্রসারণের বিষয়ে ভাবছে ইংল্যান্ডের সংস্থা। এর পরিপ্রেক্ষিতে তাদের ব্যবসা বৃদ্ধি করার জায়গা দেওয়ার পাশাপাশি নতুন করে বিনিয়োগ এবারের বাণিজ্য সম্মেলনে এক নতুন ইতিহাস তৈরি করবে বলে আশা রাখছি।”
আগামী ২০ এপ্রিল অর্থাৎ বুধবার থেকে আরম্ভ হতে চলেছে দুদিনের এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। রাজ্য সরকারের আশা রয়েছে, এই সম্মেলন থেকেই বাংলায় বড়সড় বিনিয়োগের প্রস্তাব আসতে পারে। এর আগে দিল্লি গিয়ে বাণিজ্য সম্মেলন উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, প্রধানমন্ত্রী আসছেন কিনা সে খবর এখনও স্পষ্ট নয়।