প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দূর্নীতি এবং স্বজনপোষনের অভিযোগে কালিয়াগঞ্জ বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন কংগ্রেসের। বিডিও-র হাতে পাঁচ দফা দাবিপত্র-সহ স্মারকলিপি তুলে দেন ব্লক কংগ্রেস নেতৃত্বরা।
সূত্রের খবর, রাজ্যজুড়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে প্রকৃত গরিব বাসিন্দাদের না এনে ধনী, দোতলা বাড়ির বাসিন্দাদের এই প্রকল্পের আনা হয়। গরিব, দুঃস্থ অসহায় মানুষদের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় আনার দাবিতে রাজ্যের প্রায় প্রতিটি জেলাতে বঞ্চিত বাসিন্দারা বিক্ষোভ দেখান। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকেও স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েতে পঞ্চায়েতে বিক্ষোভ দেখাচ্ছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে প্রকৃত উপভোক্তাদের আওতায় আনার দাবিতে কালিয়াগঞ্জ ব্লক কংগ্রেস আন্দোলনে নামে। মঙ্গলবার ব্লক কংগ্রেসের পক্ষ থেকে কালিয়াগঞ্জ বিডিও অফিসে কংগ্রেস নেতৃত্বরা বিক্ষোভ দেখান।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।