বুধবার সকালে ছিনতাইয়ে বাধা দেওয়ায় এক মহিলাকে প্রকাশ্যে গুলি করে দুষ্কৃতিরা। ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনানের রাজাপুর থানার পিরতলার কাছে মুম্বাই রোডে৷ মৃত ওই মহিলার নাম রিয়া কুমারী।
সূত্রের খবর, এক দম্পতি ও তাদের শিশু কন্যা ঝাড়খন্ড থেকে কলকাতায় আসছিলেন। সেই সময় পিরতলার কাছে মুম্বাই রোডে তিন জন সশস্ত্র দুষ্কৃতি তাদের গাড়ি আটকায়। গাড়ির সাতরে থাকা ওই মহিলার গয়না-সহ টাকা ছিনতাইয়ের চেষ্টা করে দুষ্কৃতীরা। ঘটনায় বাধা দেন রিয়া দেবী এবং সাহায্যের জন্য চিৎকার করেন। তার স্বামী দুষ্কৃতীদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এরপরই দুষ্কৃতীরা রিয়া দেবীকে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ অবস্থায় স্ত্রীকে নিয়ে তড়িঘড়ি স্থানীয় পীরতলা হাসপাতালে নিয়ে যান মীনা দেবীর স্বামী। কর্তব্যরত চিকিৎসকরা জানান হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে রিয়া দেবীর৷ এহেন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রিয়া দেবীর পরিবারের ওপর। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে বাগনান থানার পুলিশ৷
ফোর্টিন টাইমলাইন, হাওড়া।