Malda : কালিয়াচকে গুলি করে ব্যবসায়ী খুন

আরও পড়ুন

বৃহস্পতিবার রাত আটটা নাগাদ মালদার কালিয়াচক থানার ফ্যাক্টরি মোড় এলাকায় ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রের খবর ,মৃত ওই ব্যবসায়ীর নাম সোহেল সেখ। বয়স ৩৫ বছর। তার পরিবারে স্ত্রী ছাড়াও রয়েছে দুটি ছোট ছোট সন্তান। বৃহস্পতিবার রাত আটটা নাগাদ শেরশাহী বাজার থেকে কালিয়াচকের দিকে আসছিলেন ওই ব্যবসায়ী,সেই সময় তার বাইক আটকে গুলি করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। তারা তড়িঘড়ি উদ্ধার করে সোহেলকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় কালিয়াচকের শেরশাহী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদ নাকি অন্য কোনও কারণে খুন, তা খতিয়ে দেখছে কালিয়াচক থানার পুলিশ। তবে মৃত ব্যবসায়ীর স্ত্রী দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।

ফোর্টিন টাইমলাইন,মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close