Uttar Dinajpur : প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ সি পি আই এম-এর

আরও পড়ুন

শুক্রবার প্রধান মন্ত্রী আবাস যোজনার দুর্নীতির বিরুদ্ধে রায়গঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিকের করনে ৫০থেকে ৬০জন কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করল সি পি আই এম। তাদের মতে যারা আর্থিক দিক থেকে সচ্ছল, ধনী, পাকা বাড়ি রয়েছে তাদের নাম আবাস যোজনার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ যারা দুস্থ শারীরিক ভাবে প্রতিবন্ধী তারা সরকারি প্রকল্পের ঘর পাননি। তারা বিডিওর কাছে নামের তালিকা চেয়েছিলেন কিন্তু তাদেরকে সেই তালিকা দেওয়া হয় নি। তাই তারা বিক্ষোভে সামিল হয়েছেন। সি পি আই এম-এর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য উত্তম পাল, মোহিত বর্মন ছাড়াও বেশ কিছু নেতৃত্ব উপস্থিত ছিলেন এদিনের বিক্ষোভ সমাবেশে। আগামীতে ন্যায্য দাবিদাররা ঘর না পেলে বা দুর্নীতি করে যারা ঘর পাবার যোগ্য নয় তারা ঘর পেলে সাংগঠনিক ভাবে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলেও জানান তারা।

উত্তর দিনাজপুর থেকে প্রবাল সাহার রিপোর্ট ,টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close