পূর্ব মেদিনীপুরের নন্দ কুমারে পুলিশের নৃশংস আচরণের বিরুদ্ধে শনিবার বিকেল চারটে নাগাদ রায়গঞ্জ পুরবাসস্যান্ডের সামনে মুখ্যমন্ত্রীর কুশপুতুলকে সামনে রেখে বিক্ষোভ দেখালেন সিপিআইএম -এর নেতা-কর্মীরা। উল্লেখ্য,শুক্রবার নন্দ কুমারে আবাস যোজনার দুর্নীতির বিরুদ্ধে স্মারকলিপি জমা দেওয়ার জন্য তারা বিডিও অফিসে গিয়েছিলেন। কিন্তু নন্দকুমারের সমষ্টি উন্নয়ণ আধিকারিক তাদের ডেপুটেশন জমা নিতে অস্বীকার করেন। এরপর সিপিআইএমের নেতা-কর্মী, সমর্থকরা জোর করেই নন্দকুমার বিডিও অফিসে ঢোকেন। পরিণতিতে শুক্রবার সন্ধ্যেবেলায় পূর্ব মেদিনীপুরের সিপিআইএম-এর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি-সহ বেশ কিছু পার্টি-কর্মী- সমর্থকদের পুলিশ নৃশংসভাবে মারতে মারতে থানায় নিয়ে যায়। তারই প্রতিবাদে রায়গঞ্জে প্রতিবাদ মিছিল বের করা হয় সিপিআইএম-এর তরফে। এরপর রায়গঞ্জ পুর বাসস্ট্যান্ডের সামনে সকলে একত্রিত হয়ে মুখ্যমন্ত্রীর কুশপুতুল নিয়ে বিক্ষোভ দেখায় বামেরা।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা