মোটরবাইক চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ল এক ব্যাক্তি। ধৃত ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিয়েছেন উপস্থিত জনতা।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বাসষ্ট্যান্ডে।
সূত্রের খবর, করণদিঘি বাসষ্ট্যান্ডে নির্মল কুমার সিনহার মোটরবাইকের দোকানে মালদার বাসিন্দা ফিরোজ সেখ নামে এক ব্যাক্তি মোবাইল ফোন চার্জ করতে আসেন। নির্মলবাবু কাজের ব্যাস্ততার মাঝেই ফিরোজ সেখ দোকানের একটি মোটরবাইকের চাবি নিয়ে চম্পট দেয়। মোটরবাইকের মালিক দোকানে এসে চাবির খোঁজ করলে সেই চাবির খোঁজ মেলেনি। নির্মলবাবুর সঙ্গে মোটরবাইকের মালিক চাবির খোঁজ শুরু করেন। ফিরোজ সেখের উপর সন্দেহ হয়। বাস ষ্ট্যান্ডেই একটি চায়ের দোকানে তার সন্ধান মেলে। মুড়ির তলায় চাবিটি ঢুকিয়ে রাখে। অনেক খোঁজাখুজির পর চাবিটি উদ্ধার হয়। এই ঘটনাটি জানতে পেরে সিভিক ভলেন্টিয়াররা সেখানে পৌঁছয়। ফিরোজ সেখকে তাদের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মোটরবাইক মেকার নির্মলবাবুর দাবি- মোটরবাইক চুরি করতেই সেখানে মোবাইল ফোন চার্জ এর বাহানায় দোকানে ঢুকেছিল। সুযোগ বুঝে তা হাতিয়ে নেয়।
উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।