মালদা হর্টিকালচার অ্যাসোসিয়শনের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও পুষ্প প্রদর্শনীর আয়োজন করা হল মালদায়। মালদা জেলা ক্রীড়া সংস্থার সুইমিং পুলের একাংশে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এবছর মালদা জেলার পুষ্প প্রদর্শনীর ৪৬ তম বর্ষ। এই প্রতিযোগিতার উদ্বোধন করেন মালদার জেলাশাসক নীতীন সিংহানিয়া। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদ পাত্র -সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা । ৩০ ডিসেম্বর এই প্রদর্শনী শুরু হয়েছে চলবে ৩ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল দশটা থেকে রাত ন’টা পর্যন্ত খোলা থাকবে এই পুষ্প প্রদর্শনী । পুষ্প প্রদর্শনী উপলক্ষে ছোটদের অঙ্কন প্রতিযোগিতা ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজনও করা হয়েছে।মালদা জেলার বিভিন্ন প্রান্তের ফুলপ্রেমী থেকে সবুজপ্রেমীরা নিজেদের গাছের টব নিয়ে এখানে অংশগ্রহন করেছেন। এবছর মোট ৮২ জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। প্রায় ১ হাজার ২০০ গাছ এই প্রদর্শনীতে নিয়ে আসা হয়েছে। ডালিয়া, চন্দ্রমল্লিকা, বিটুনিয়া, গোলাপ, গাঁদা ফুল ছাড়াও বিভিন্ন দেশি বিদেশি প্রজাতির ফুল এখানে রয়েছে। তেমনি কমলালেবু, কুল, আমড়া, পাতিলেবু গাছের পাশাপাশি লাউ, বেগুন,টমাটো, ফুলকপি বাঁধাকপি-সহ নানান সবজিও রয়েছে এখানে। প্রতিবছর অংশগ্রহণকারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে পুষ্প প্রদর্শনীতে। এবিষয়ে খুশি হর্টিকালচার এসোসিয়েশনের কর্তারা।
ফোর্টিন টাইমলাইন, মালদা।