Malda : প্রতিষ্ঠা দিবসে শীতবস্ত্র, ফল বিতরণ অসহায়-দুস্থদের মধ্যে তৃণমূল কংগ্রেসের

আরও পড়ুন

সারা রাজ্য-সহ মালদা জেলার রতুয়া ২ ব্লকে ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হল। পাশাপাশি প্রতিষ্ঠা দিবস কে স্মরণীয় করে রাখতে দুস্থদের মধ্যে শীতবস্ত্র এবং আড়াই ডাঙ্গা স্বাস্থ্যকেন্দ্রে দুস্থ রোগীদের মধ্যে ফল বিতরণও করা হয়। উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুল হক, দলের ব্লক সভাপতি রকিবুল হক, সহ-সভাপতি সুব্রত কর্মকার-সহ ব্লক ও অঞ্চল নেতৃবৃন্দ।

এদিন ব্লকের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর রতুয়া ২ ব্লক প্রাঙ্গণ মানিকঝা ভবনে একটি অনুষ্ঠানের মাধ্যমে দলীয় নেতৃবৃন্দের কাছে দলকে শক্ত হাতে এগিয়ে নিয়ে যেতে আহ্বান জানান পূর্ত কর্মাধ্যক্ষ শামসুল হক। আগামী পঞ্চায়েত ভোটে তৃণমূলকে স্বচ্ছ ভাবে নির্বাচন পরিচালনা করারও নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানের অঙ্গ হিসেবে প্রায় পাঁচশো দুস্থ ও অসহায় পরিবারের হাতে কম্বল তুলে দেওয়া হয়। পাশাপাশি আড়াডাঙ্গা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি থাকা মুমূর্ষ রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়।

ব্লক সভাপতি রকিবুল হক বলেন, বাংলায় কোনও সাম্প্রদায়িক শক্তির জায়গা নেই। তৃণমূল কংগ্রেস সর্বদা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করে এসেছে এবং আগামীতেও লড়াই চালিয়ে যাবে। আগামী পঞ্চায়েত নির্বাচনে দলীয় কর্মীদের এক হয়ে কাজ করার বার্তা দেন তিনি।

এ বিষয়ে রতুয়া ২ ব্লক স্বাস্থ্য আধিকারিক অতনু পাত্র জানান, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে ব্লক তৃণমূল নেতৃত্ব আড়াইডাঙ্গা স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের মধ্যে ফল বিতরণ করেন। এ ধরনের কর্মসূচি রোগীদের মধ্যে উৎসাহ জাগাবে বলেই তিনি মনে করেন। পাশাপাশি রোগীদের শারীরিক অবস্থা এবং হাসপাতালে পরিষেবা নিয়েও খবরা-খবর নেন তৃণমূল নেতৃত্ব।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close