North Bengal: উত্তরবঙ্গ জুড়ে শৈত্যপ্রবাহে জুবুথুবু সাধারণ মানুষ

আরও পড়ুন

নতুন বছরের প্রথম দিনের আকাশ পরিষ্কার থাকলেও সোমবার বছরের প্রথম কাজের দিনে রায়গঞ্জ শহর মুড়ে রইলো কুয়াশায়। একই ছবি ধরা পড়ল দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর দার্জিলিং জেলার শিলিগুড়ি এমনকি মালদা শহরেও। সঙ্গে ছিল তীব্র ঠান্ডা ও হাড় কাঁপানো হাওয়া। আর এতেই কাবু হয়ে গেল উত্তরবঙ্গের বিভিন্ন শহরে ও গ্রাম বাংলার জনজীবন। সোমবার সকাল ৬টা নাগাদ শহরে কুয়াশার জেরে দৃশ্যমানতা ছিল কয়েক ফুট এর ব্যবধান। সকাল ৮টা নাগাদ দৃশ্যমানতা কিছুটা বাড়লেও হেডলাইট জ্বালিয়ে চলাচল শুরু করেন যানবাহন চালকেরা। এদিন সকাল থেকে দোকানপাট ছিল বন্ধ। বেলা গড়ালে কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে আগুন পোহাতেও দেখা যায় শহরবাসীকে।

দীর্ঘ কয়েকবছর পরে এদিন রায়গঞ্জের সর্বনিম্ন তাপমাত্রা ৮ডিগ্রির সামান্য ওপরে ছিল বলে জানা গেছে। এমন তীব্র শৈত্যপ্রবাহ আগামী আরও কতদিন থাকে, সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ।

ফোর্টিন ওয়েবডেস্ক, রায়গঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close