প্রায় পনেরো ঘন্টা পেড়িয়ে গেলেও রায়গঞ্জের সোহারইয়ের মনিপাড়া এলাকায় এখনও আগুন নেভানোর কাজ করছেন দমকলবাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় তারা সেই পাটের গুদাম থেকে আগুন পুরোপুরিভাবে নেভানোর চেষ্টা করে যাচ্ছেন।
সূত্রের খবর, সোমবার রাতে একটি পাটের গোডাউনে বিধ্বংসী আগুনের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। এদিন রাত সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের সোহারইয়ের মনিপাড়া এলাকার একটি পাটের গুদামে। ওই গুদামে থাকা পাট-সহ দুটি লড়িও পুড়ে যায়। এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী ও দমকলের ২টি ইঞ্জিন। আগুনের লেলিহান শিখা এতটাই বেশি ছিল যে দুটি দমকলের ইঞ্জিনেও তা নিয়ন্ত্রন করা যায়নি। এহেন ঘটনার জেরে রায়গঞ্জের পাশাপাশি কালিয়াগঞ্জ, ডালখোলা এবং মালদা থেকেও দমকলের অতিরিক্ত ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। মোট ৬টি দমকলের ইঞ্জিন এই বিধ্বংসী আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়।
আগুন লাগার পনেরো ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও দমকলবাহিনী তাদের যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভাতে থাকেন। এপ্রসঙ্গে উত্তর, দক্ষিণ দিনাজপুর ও মালদা বিভাগীয় দমকল আধিকারিক জানান, তাদের তৎপরতায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা হয়েছে। সেই গুদামে জলের ব্যবস্থা না থাকার অসন্তোষ প্রকাশও করেন।
তবে কি কারনে সেই গুদামে আগুন লাগলো তা খতিয়ে দেখছে রায়গঞ্জ থানার পুলিশ।
রায়গঞ্জের সোহারই মোড় থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।