ফুটবল খেলতে গিয়ে মৃত্যু হল এক শিশুর। খেলতে গিয়ে ফুটবল দিয়ে গুরুতর চোট লেগে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল এক শিশুর। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার আসতর গ্রামে। মৃত ওই শিশুর নাম অমিত কুমার মার্ডি। বয়স ১১ বছর। পরিবারের রয়েছে বাবা শৈলেন মার্ডি ও মা মিনতি টুডু।
পরিবার সূত্রের খবর, প্রতিদিনের মতো বিকেলেও বাড়ির পাশেই অন্যান্য শিশুদের সঙ্গে ফুটবল নিয়ে খেলছিল সে। সেই সময় একটি শিশুর ফুটবলের আঘাতে আহত হয় অমিত। ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে ওই শিশুটি। তড়িঘড়ি উদ্ধার করে ভর্তি করানো হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় অমিতের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই শিশুর পরিবার-সহ গোটা গ্রামে।
ফোর্টিন টাইমলাইন, মালদা।