Uttar Dinajpur : আবাস যোজনার নামের তালিকা বিডিও অফিসে টাঙ্গানোর দাবি

আরও পড়ুন

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে প্রকৃত উপভোক্তদের তালিকায় আনার দাবিতে রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে সঙ্গে ইসলামপুর বিজেপি শহর মন্ডলের পক্ষ থেকে ইসলামপুর বিডিও অফিসে বিক্ষোভ কর্মসূচি পালন করল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিডিও অফিসের সামনে বিশাল পুলিশ মোতায়ন করা হয়েছিল। প্রকৃত উপভোক্তাদের তালিকা তৈরি করা, টাকার বিনিমিয়ে কোন ব্যাক্তি তালিকায় অর্ন্তভুক্ত হলে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের, প্রধানমন্ত্রী আবাস যোজনায় তালিকাভুক্তদের তালিকা পঞ্চায়েত অফিস, বিডিও অফিসে টাঙ্গিয়ে দেওয়ার দাবি-সহ পাঁচ দফা দাবি সংবলিত স্মারকলিপি সমষ্টি উন্নয়ণ আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের দুর্নীতির প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলন শুরু হয়েছে। বঞ্চিত উপভোক্তা থেকে শুরু করে জেলায় জেলায় বিজেপি-র পক্ষ থেকে আন্দোলন শুরু করেছে। মঙ্গলবার রাজ্যের বিভিন্ন জেলায় বিডিও অফিসে এই দাবিতে বিজেপি বিক্ষোভ কর্মসূচি পালন করে। রাজ্যের সঙ্গে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহর মন্ডলের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এদিন বিজেপি-র পক্ষ থেকে বিশাল মিছিল ইসলামপুর শহর পরিক্রমা করে বিডিও অফিসে হাজির হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিডিও অফিস চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছিল। বিজেপি দলের জেলা সহ-সভাপতি সুরজিৎ সেন জানিয়েছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের তালিকা তৈরির নামে চরম দুর্নীতি করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রকৃত গ্রামবাসীদের তালিকায় না এনে ধনী এবং তৃণমূল কংগ্রেস নেতাদের এর আওতায় আনা হয়েছে। এছাড়াও আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্রামবাসীদের কাছ থেকে মোটা টাকা তুলেছে তৃণমূল কংগ্রেস নেতারা। তালিকা প্রকাশের পর তালিকা বিডিও অফিস এবং পঞ্চায়েত অফিসে তা টাঙ্গানোর দাবি জানানো হয়। তবে শেষমেষ ওই তালিকা আদৌ টাঙানো হবে কিনা তা অবশ্য সময়ই বলবে।

উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close