Birbhum: রবীন্দ্রনাথ,শান্তিনিকেতন নিয়ে কুরুচিকর ভিডিও তৈরি করায় থানায় এফ আই আর
রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন নিয়ে অশ্লীল ভিডিয়ো তৈরি করায় ইউটিউবারের বিরুদ্ধে থানায় আভিযোগ দায়ের করা হ’ল।
প্রসঙ্গত,একটি ভিডিয়ো পোস্ট ঘিরে ক্ষিপ্ত শান্তিনিকেতন। ইউটিউব ব্লগার নাসিফ আক্তারের বিরুদ্ধে থানায় দায়ের করা হয় বলে অভিযোগ। ইউটিউব ব্লগার নাসিফ আক্তারের বিরুদ্ধে থানায় অভিযোগ করে বলা হয়েছে- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় জায়গা ও স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কুরুচিকর ভিডিয়ো পোস্ট সোশাল মিডিয়ায়। ১ জানুয়ারি নিজের চ্যানেল ও পেজে একটি ভিডিয়ো পোস্ট করেন আখতার। যেখানে শান্তিনিকেতনের নামের অশোভন কিছু কাজের উদাহরণ দেন ব্লগার। এখানেই শেষ নয়, শান্তিনিকেতন ছাড়াও মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনযাপন নিয়ে চুড়ান্ত কুরুচিকর মন্তব্য করেন। বর্তমান এক বলিউড নায়কের সঙ্গে তুলনা টানেন মহর্ষি দেবেন্দ্রনাথের। স্বভাবতই এই ভিডিয়ো দেখে ক্ষোভে ফেটে পড়েন রবীন্দ্রপ্রেমী, শান্তিনিকেতন নিবাসী, বিশ্বভারতী আশ্রমিক ও প্রাক্তনীরা। বিশ্বভারতীর পড়ুয়ারা বিষয়টি নিয়ে ভীষণই ক্ষুব্ধ। মঙ্গলবার সকালে শান্তিনিকেতন থানায় স্মারকলিপি জমা দেয় পড়ুয়ারা। বিশ্বভারতীর পড়ুয়া (Visva Bharati University Student) সোমনাথ ঘোষ জানান, ”বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গে যে ভাষা প্রয়োগ করা হয়েছে তা কখনই বাঙালি এবং শান্তিনিকেতনবাসী হিসেবে মেনে নেওয়া যায় না। রবীন্দ্রনাথ ছাড়াও আদিবাসী সমাজকেও অসম্মান করেছেন। ওই ইউটিউবারকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। আপত্তিজনক ভিডিওটি সরিয়ে তার জায়গায় ক্ষমা চাওয়ার ভিডিও পোস্ট করতে হবে। তা না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলন শুরু হবে শান্তিনিকেতনে অন্যদিকে, ”ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর সাংবাদিকদের জানান, হয়তো তিনি স্বাভাবিক নন, অবিলম্বে তাকে গ্রেফতার করা দরকার অথবা তার পাগলা গারদে চিকিৎসার দরকার”। একইসঙ্গে নাসিম আখতারকে শান্তিনিকেতনে এসে ক্ষমা চাইতে হবে বলে দাবি তুলেছেন শান্তিনিকেতনবাসী। অন্যথায় আন্দোলন আরও বৃহত্তর আকার নেবে বলে হুঁশিয়ারি পড়ুয়াদের। সুপ্রিয়বাবু বলেন, কবিগুরুকে অপমান করে কেউ পার পেয়ে যাবেন, তা হতে পারে না প্রয়োজনে ওই ব্যক্তিকে গ্রেফতারও করা উচিত।
ফোর্টিন টাইমলাইন, বোলপুর, বীরভূম।