Uttar Dinajpur: কনকনে ঠান্ডায় ঘরে তোলার দাবি জানিয়ে ৪৮ ঘন্টা যাবত কাঁপছেন নববধূ পূজা

আরও পড়ুন

বিয়ে করার পরও স্ত্রী-কে ঘরে না নেওয়ার অভিযোগে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসেছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের করণদিঘি থানার সাধনপুর গ্রামে। প্রবল ঠান্ডার মধ্যে ২৪ ঘন্টা বাড়ির সামনে বসে থাকলেও শ্বশুরবাড়ির লোক কেউ তার সঙ্গে দেখা করতে আসেননি বলে অভিযোগ। পুলিশের কাছে মহিলা লিখিত অভিযোগ করলেও এখন পর্যন্ত পুলিশ কোনও পদক্ষেপ গ্রহণ না করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, ২০২২ সালের ২১ এপ্রিল বিহারের বলরামপুরের বাসিন্দা পূজা যাদবের সঙ্গে সামাজিক মতে বিয়ে হয়েছিল করণদিঘি থানার সাধনপুরের গ্রামের বাসিন্দা শুকদেব ঘোষের ছেলে মৃত্যুঞ্জয় ঘোষের। অভিযোগ, মৃত্যঞ্জয় বিয়ে করলেও অন্য মহিলার সঙ্গে তার সম্পর্ক ছিল। এই সম্পর্কের কথা পূজা জানতে পারলে তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়। দু’মাস সংসার করার পর পূজা শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে যায়। রাগ করে পূজা বাপের বাড়িতে গেলেও মৃত্যুঞ্জয় তাকে আর ফিরিয়ে আনতে যায়নি বলে অভিযোগ। বুধবার ঘটনাটি জানিয়ে করণদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পূজা।পুলিশের কাছ থেকে কোনরকম সাহায্য না পেয়ে সকাল ১১ নাগাদ পূজা সংসার করার দাবি জানিয়ে শ্বশুবাড়িতে আসে। কিন্তু শ্বশুড়বাড়ির গেট বন্ধ থাকায় সে ভেতরে যেতে পারে নি। শ্বশুরবাড়িতে সংসার করার দাবিতে তিনি গেটের সামনে ধর্নায় বসেন। প্রবল ঠান্ডার মধ্যে এক কাপড়েই রাত কাটিয়ে দেয়। দিনরাত অনাহারে থাকলেও শশুরবাড়ির কোন সদস্য তার সঙ্গে দেখা করতে আসেননি। প্রতিবেশীরাও তাকে দেখে ফিরে গেছেন। এখন পর্যন্ত পুলিশ এবংহ্য পঞ্চায়েত প্রতিনিধিরা কোনও পদক্ষেপ না নেওয়ায় স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অত্যাচারিত মহিলার দাবি- প্রায় ৪৮ ঘন্টা হতে চলল- তার হয়ে কেউ এগিয়ে এলেন না। এমতাবস্থায় তার সামনে আত্মহত্যা করা ছাড়া আর কোনও পথ খোলা থাকছে না।প্রতিবেশী অজিত সমাদ্দার জানিয়েছেন, প্রবল ঠান্ডার মধ্যে এই মহিলা কাল থেকে এখানে বসে রয়েছেন। সবাই এসে তাকে দেখে যাচ্ছেন। কিন্তু কেউ কোনও পদক্ষেপ নিচ্ছেন না। এভাবে আর বেশিক্ষণ চলতে দেওয়া যাবে না বলে অজিতবাবু জানিয়ে দিয়েছেন। শ্বশুরবাড়ির কল্ল কোন প্রতিক্রিয়া জানা যায় নি।

করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close