Uttar Dinajpur: দিদির দূত বাড়ি বাড়ি পৌঁছচ্ছে ১১ জানুয়ারি

আরও পড়ুন

আগামী ১১জানুয়ারি থেকে ১৫টি মৌলিক চাহিদা নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছতে চায় তৃণ কংগ্রেস। আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই অভিযান।

১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দিদির দূত ‘ প্রকল্প ঘোষণা করেছেন। দলের ৩৫০ জন নেতা প্রায় দু’কোটি মানুষের কাছে পৌঁছনোর জন্য দলনেত্রী নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশকে বাস্তবায়িত করতে উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সন্মেলনে দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এমন প্রকল্প ঘোষণা করেন। তৃণমূল কংগ্রেস মুখপাত্র সন্দীপ বিশ্বাস বলেন, রাজ্য সরকারের ১৫টি মৌলিক চাহিদা সাধারণ মানুষের কাছে কতখানি পৌঁছেছে দলের নেতারা সেই বিষয়গুলি দেখবেন। দলের নেতারা গ্রামে দুপুরের খাবার, সন্ধ্যার খাবার খেয়ে রাতে কর্মীদের বাড়িতে খাওয়া সেরে সেখানেই রাত্রিবাস করবেন। আগামী ১১জানুয়ারি থেকে এই কর্মসূচির শুভ সূচনা হবে। ৪৫ দিন যাবত চলবে এই কর্মসূচি।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close