চলতি মাসের গত ২ জানুয়ারি থেকে চলছে স্টুডেন্টস উইক। এরই মাঝে সরকারি নির্দেশিকা অনুযায়ী আনন্দ ধারা পালন করতে হবে প্রতিটি বিদ্যালয়কে। সেটিকে মাথায় রেখেই রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয় কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে চিলড্রেনস পার্ক। মূলত এই পার্ক পরিদর্শন ও এটিতে শিক্ষার্থীরা কেমন ভাবে আনন্দ উপভোগ করছে সেটি দেখতেই সকাল সকাল বিদ্যালয়ে হাজির হন জেলা বিদ্যালয় পরিদর্শক দুলাল সরকার। এছাড়াও বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়াদের রিডিং এবিলিটি তথা পড়ার সক্ষমতা ও দেখলেন তিনি। পড়ুয়ারা আনন্দমূখর পরিবেশে বাংলা ও ইংরেজি ভাষায় পড়ায় যে সরগর হয়েছেন সেটিও দেখলেন তিনি। সরকারি বিদ্যালয়ের পরিকাঠামো গত সমস্যা থাকলেও সদিচ্ছা থাকলে যে দৃষ্টান্ত স্থাপন করা যায় সেটি বারেবারে প্রমাণ করে চলছে এই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।