রবিবার সকালে ২০২৩ এর মিস ইউনিভার্সের মাথায় মুকুট পরিয়ে দেন ২০২২ এর মিস ইউনিভার্স ভারতের হারনাজ সান্ধু।
সূত্রের খবর, এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ৮৩ জন সুন্দরী।এই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ভারতের দিভিতা রাই।কিন্তু তিনি শীর্ষ ১৬ য় জায়গা করে নিলেও আর এগোতে পারেননি। গত বছর মিস ডিভা ইউনিভার্স প্রতিযোগিতা জিতেছিলেন তিনি।২০২১ তিনি তৃতীয় স্থান অধিকার করেছিলেন মিস ইউনিভার্সের প্রতিযোগিতায়। ২০২২ এর মিস ইউনিভার্স হারনাজ সান্ধুর আগে একমাত্র সুস্মিতা সেন এবং লারা দত্ত ছিলেন অন্যতম ভারতীয়, যারা মিস ইউনিভার্স খেতাব জয়ী হয়েছিলেন। কিন্তু ২০২৩এ ৮৩ জন প্রতিযোগীকে হারিয়ে সেরাসুন্দরীর খেতাব জিতে নিলেন ইউএসএর (R’Bonney Gabriel) আর’বনি গাব্রিয়েল।তবে আর’বনি গাব্রিয়েলর জয়ে যারপরনাই খুশি সমগ্র মার্কিন মুলুক।
ফোর্টিন ওয়েব ডেস্ক