Uttardinajpur : সিএনজি বাস এবার রায়গঞ্জে

আরও পড়ুন

উত্তর পরিবেশ দূষণের কথা মাথায় রেখে সিএনজি (compressed natural gas) চালিত বাস নামাতে চলেছে তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার। শিলিগুড়ির সার্কিট হাউজে এনবিএসটিসি-র বোর্ড মিটিংয়-এ এমনটাই জানালেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় । কোচবিহার থেকে কলকাতা রুটে এমন সিএনজি চালিত বাস চালানো হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান। উল্লেখ্য, আয় বেড়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এনবিএসটিসি)। যেখানে আগে আয় হত ৯ কোটি টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৬ কোটি টাকায়।কলকাতার রাজপথে ইতিমধ্যেই সিএনজি চালিত বাস চলাচল করছে। পরবর্তীতে ধাপে ধাপে শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদা এবং বালুরঘাট থেকেও অনুরূপ বাস চালানোর ভাবনায় রয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বলে জানা গেছে। সেইসঙ্গে অনলাইন টিকিট কাটার ব্যবস্থা ভাবনাতেও রয়েছে| উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের হেড অফিস কোচবিহার। কবে নাগাদ বিষয়টি কার্যকরী হয় তা নিয়ে উৎসাহী যাত্রীরা।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে জয়দীপ দত্তের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close