Uttar Dinajpur : হাত পা বাঁধা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকাজুড়ে

আরও পড়ুন

মঙ্গলবার এক ব্যক্তির হাত পা বাঁধা রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার কাঁঠাল বাড়ি তিস্তা ক্যানেল এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম মহবুল আলি। বয়স আনুমানিক ৩৫ বছর। বাড়ি গোয়ালপোখর থানার চুরাকুট্টি এলাকায়।

সূত্রের খবর, স্থানীয় এক ব্যক্তি বস্তা নিয়ে আসার জন্য মহবুল আলির টোটো ভারা করে গোয়ালপোখরের লাড়ুখোয়া এলাকায় এসেছিল। রাত প্রায় ন’টা নাগাদ মহবুল আলির সঙ্গে ফোনে শেষ কথা হয়েছিল বলে দাবি পরিবারের সদস্যদের । এরপর তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। আজ সকালে কিছু স্থানীয় বাসিন্দারা হাত পা বাঁধা অবস্থায় কাঁঠাল বাড়ি এলাকায় তিস্তা ক্যানেলের নিচে পড়ে থাকতে দেখতে পান ওই ব্যক্তিকে। ঘটনার খবর জানাজানি হতেই এলাকার মানুষ ঘটনাস্থলে ভির জমাতে শুরু করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌছয়। পরিবারের সদস্যদের দাবি তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি টোটোটিও নিখোঁজ রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে গোয়ালপোখরের পাঞ্জিপাড়া ফাঁড়িতে নিয়ে আসে।

উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close