মঙ্গলবার রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়াম হলে রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে একটা পঞ্চায়েতী সভা করা হয়। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল মহিলা রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য। তার উপস্থিতিতে উচ্ছ্বসিত মহিলা কর্মী সমর্থকেরা। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে এই সভায় ঘর ভর্তি তৃণমূল সমর্থিত মহিলা কর্মী সমর্থকদের উপস্থিতি ও আগামীতে পথ চলার রূপরেখা তৈরি করা হয়।
সূত্রের খবর, মঙ্গলবার এই কর্মসূচিতে চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য মহিলা নেতৃত্ব স্নিতা বক্সী, রাজ্য শিক্ষা প্রতিমন্ত্রী তথা হেমতাবাদ বিধানসভার বিধায়ক সত্যজিৎ বর্মন, উত্তর দিনাজপুর জেলা সভাধিপতি কবিতা বর্মন, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগারওয়াল, ইটাহার বিধানসভার বিধায়ক তথা জেলা যুব সভাপতি মোশারফ হোসেন, করণদিঘি বিধানসভার বিধায়ক গৌতম পাল, রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস, মানস ঘোষ প্রমূখও। উত্তর দিনাজপুর মহিলা তৃণমূল সভাপতি চৈতালি ঘোষ সাহার নেতৃত্বে এই সভা অনুষ্ঠিত হয়। যা পরবর্তীতে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বেশ কিছুটা জনমুখী করে তুলতে পারবে সে বিষয়ে আশাবাদী উর্ধ্বতন নেতৃত্ব।
রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়াম হল থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা