সুভাষগঞ্জ গার্লস উচ্চ বিদ্যালয়ের তরফে মঙ্গলবার ছাত্রীদের নিয়ে একটি শিক্ষামূলক প্রকৃতি পর্যবেক্ষণের আয়োজন করা হয়। তাদের উদ্দেশ্য, বিদ্যালয়ের ছাত্রীরা যেন পুঁথিগত বিদ্যার পাশাপাশি হাতে-কলমে প্রকৃতি, পরিবেশ এই সব কিছু চিনে উঠতে পারে। মূলত ভৌগোলিক ও বৈজ্ঞানিক এই দুটি বিষয়কে সামনে নিয়ে এদিনের এই শিক্ষামূলক ক্যাম্পটি আয়োজিত হয়, যেখানে পড়ুয়ারা হাতে-কলমে বিভিন্ন গাছ-গাছালি ও তাদের উপকারিতা সম্পর্কে জানতে পারে। বিদ্যার্থীরা এদিন তাদের পর্যবেক্ষণের বিষয় খাতায় লিখে রাখে তাদের ভবিষ্যতের জন্য। পড়ুয়া-সহ শিক্ষক ও অভিভাবকেরাও অত্যন্ত খুশি এমন একটি উদ্যোগে। যেখানে কিছু নাম করা সরকারি বিদ্যালয় ও বেসরকারি বিদ্যালয়গুলির চাপে অন্য সরকারি বিদ্যালয়গুলি পড়ুয়ার সংখ্যা কমে যাওয়ায় চিন্তিত সেখানে এমন একটি উদ্যোগ দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদী শিক্ষিকারা।
রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।