Malda : আবাস যোজনায় সিভিক ভলেন্টিয়ার ও রেশন ডিলারের নাম

আরও পড়ুন

বৃহস্পতিবার মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লকে আবাস যোজনায় তৃতীয় দিনে অভিযান চালায় কেন্দ্রীয় প্রতিনিধি দল।

সূত্রের খবর, আবাস যোজনার তালিকায় নাম রয়েছে সিভিক ভলেন্টিয়ার অভিজিৎ পান্ডের। কেন্দ্রীয় প্রতিনিধি দল কথা বলেছেন অভিজিৎ পান্ডের পরিবারের সদস্যদের সঙ্গে।এছাড়াও অভিযান চালিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দল রেশন ডিলারেও নাম পেয়েছেন। কালিয়াচক ৩ নম্বর ব্লকের চোরি অনন্তপুর গ্রামের বাসিন্দা তিনি। নাম যদুনন্দন দাস। তবে ওই রেশন ডিলারের দাবি-তিনি কখনও আবাস যোজনার জন্য আবেদন করেননি। যদিও মালদার জেলাশাসকের দাবি-ডিসেম্বর মাসেই তার নাম বাতিল করে দেওয়া হয়েছে। এদিন কালিয়াচক সমষ্টি উন্নয়ণ আধিকারিকের অফিসে বেশ কিছুক্ষণ বৈঠকের পর গ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন তারা। তাদের সঙ্গে রয়েছেন দুই সদস্যের প্রতিনিধি,অতিরিক্ত জেলা শাসক ,জেলা পরিষদ জামিল ফতেমা জেবা। মালদার জেলাশাসক জানিয়েছেন,বাড়ি পাওয়ার যোগ্য নয় এমন ১১ জনের নাম তালিকা থেকে বাতিল করা হয়েছে,গত বছর ডিসেম্বর মাসে। সিভিক ভলেন্টিয়ারের পাকা বাড়ি না থাকলে তিনিও আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য। তবে তার বাড়িতে যদি পাকা ঘর থেকে থাকে, সেক্ষেত্রে যদি ওই সিভিক ভলেন্টিয়ারের নাম আবাস যোজনায় থেকে থাকে তবে তা সংশোধন করে একজন গরিব মানুষের নাম অন্তর্ভুক্ত করা হোক। তবে রেশন ডিলারদের মতন স্থায়ী রোজগারের মানুষদের নাম কোনোভাবেই অন্তর্ভুক্তির প্রশ্নই ওঠে না। আবাস যোজনায় তালিকা তৈরির ক্ষেত্রে নিরপেক্ষতা অবলম্বন করা জরুরি।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close