মঙ্গলবার ১৭ জানুয়ারি কয়েকজন দুষ্কৃতীর হাতে খুন হয় মকবুল আলি। ঘটনাটি ঘটেছিল গোয়ালপোখর ১ নম্বর ব্লকের চুরাকুট্টি এলাকার।
সূত্রের খবর, কয়েকজন দুষ্কৃতী তাকে মেরে ইকরতলা সংলগ্ন এলাকার একটি জলাশয়ের ধারে ফেলে দিয়ে চম্পট দেয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গ-এ পাঠায়। বৃহস্পতিবার এই সংবাদ পেয়ে নিহত মকবুল আলির পরিবারের পাশে দাঁড়ালেন জেলার পূর্ত কর্মাদক্ষ তথা তৃণমূল ব্লক সভাপতি গোলাম রসূল মণি। নিহতের পরিবারের সদস্যদের সব রকম সহযোগিতার আশ্বাসও দিলেন তিনি। তার এই কর্মকাণ্ডে অত্যন্ত খুশি এলাকার মানুষ।
যদিও এই ধরণের ঘটনায় রীতিমত আতঙ্কিত হয়ে রয়েছেন এলাকাবাসী। অদূর ভবিষ্যতে এধরণের ঘটনা যেনও না ঘটে সেদিকে প্রশাসনের বাড়তি সচেতনতা অবলম্বন করা উচিত। তেমনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন এধরণের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে।
উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।