Andhra Pradesh : টাকার বিনিময়ে নিজের সন্তানকে খুন করার সুপারি মায়ের !

আরও পড়ুন

টাকার বিনিময়ে নিজের সন্তানকে খুন করতে সুপারি মায়ের। টাকার লোভে পড়ে নিজের সন্তাকে খুন করার সুপারি দেন মা। এমন মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার বিকাভোল এলাকা। অবশ্য দুষ্কৃতীদের হাত থেকে কোনোরকমে প্রাণে বেঁচে যান ওই যুবক। নিজের ছেলেকেই খুন করার অভিযোগে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

সূত্রের খবর, অভিযুক্ত ওই মহিলার নাম কণক দুর্গা এবং তার ছেলের নাম বীর ভেঙ্কট শিবপ্রসাদ। তাকেই খুন করার জন্য তার মা সুপারি কিলার ঠিক করেছিলেন। অভিযুক্ত কণক দুর্গার বক্তব্য, তার ছেলে শিবপ্রসাদ প্রায় প্রতিদিনই নেশা করে বাড়িতে আসত। তার অত্যাচারে অতিষ্ট হয়েই তাকে মারার ছক কষেছিলেন কণক দুর্গাদেবী।

উল্লেখ্য, বীর ভেঙ্কট শিবপ্রসাদের বিয়ে হয়েছে অনেক আগেই। তার সঙ্গে স্ত্রীর ঝামেলা হওয়ায় সে বর্তমানে তার মায়ের সঙ্গেই থাকতো। দীর্ঘদিন যাবৎ মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি ফিরত এবং তার মায়ের গায়ে হাতও তুলত। কণক দুর্গাদেবী আরও বলেন, তার অত্যাচারে অতিষ্ঠ হয়েই শেষ পর্যন্ত ইয়েদুকোন্ডালু নামে তার এক আত্মীয়কে গোটা বিষয়টি খুলে জানান ও তার ছেলেকে মেরে ফেলার পরিকল্পনা করেন। এরপর ইয়েদুকোন্ডালু বীর ভেঙ্কট সত্যনারায়ণ নামের একজন সুপারি কিলারকে তিনি কন্ট্র্যাক্ট দেন। সে প্রথমে শিবপ্রসাদকে খুনের জন্য দেড় লাখ টাকা দাবি করে। কণক দুর্গাদেবী ১ লাখ ৩০ হাজার দিতে সম্মত হয়। এরপরে সত্যনারায়ণ এবং তার সহকারী বোলেম বামশ্রীকৃষ্ণা বিকাভোলের কাছে শিবপ্রসাদকে খুনের পরিকল্পনা করে।

এরপর পরিকল্পনা অনুযায়ী দুষ্কৃতীরা সেই মত শিবপ্রসাদের ওপর লোহার রড নিয়ে হামলা চালায় দু’জন। বেধড়ক মারধরের পর তাকে রাস্তায় ফেলে চলে যায় দুই দুষ্কৃতী। তবে সৌভাগ্যবশত একজন রেলওয়ে গ্যাংম্যানের চোখে পড়ে যান গুরুতর আহত শিবপ্রসাদ। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুরো ঘটনার তদন্তে নামে পুলিশ এবং অভিযুক্ত কণক দুর্গাদেবীকে গ্রেফতারও করা হয়।

ফোর্টিন টাইমলাইন, অন্ধ্রপ্রদেশ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close