Uttar Dinajpur : বিভিন্ন কোম্পানির নামে টিন ভর্তি সর্ষের তেল উদ্ধার

আরও পড়ুন

শুক্রবার ৯৬টি কোম্পানির নাম লোগো ব্যবহার করে সরষের তেল বাজেয়াপ্ত করল খাদ্য সুরক্ষা দপ্তর। ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ থানার হাসপাতালপাড়া এলাকায়।

সূত্রের খবর, বাপন মোদকের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু কোম্পানীর লেবেল, তেল মাপার যন্ত্র এবং কিছু রাসায়নিক তেল ভর্তি শিশি। খাদ্য সুরক্ষা দফতর সমস্ত কিছুই বাজেয়াপ্ত করেছে।জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক বাপন মোদককে আটক করে কালিয়াগঞ্জ থানার পুলিশ।বাড়িতে সর্ষের তেলের মিল না থাকলেও এই বাড়ি থেকে প্রতিদিন সর্ষের তেল ভর্তি টিন বের হয়ে বাজারে বিক্রি হ’ত। খাদ্য সুরক্ষা দফতর এই তেলের গুনগত মান নিয়ে বিভিন্ন অভিযোগ পায়। শুক্রবার কালিয়াগঞ্জ থানার পুলিশকে সঙ্গে নিয়ে বাপন মোদকের বাড়িতে হানা দেয় খাদ্য সুরক্ষা দফতর। বাড়ির ভেতরে প্রবেশের পরই আধিকারিকদের চক্ষু রীতিমতো চড়ক গাছ। বাড়ির ভেতরে সর্ষের তেলের কারখানা গড়ে তুলেছেন বাপন। তেলের কারখানা না করেও নকল তেল তৈরির কারখানা তৈরি করে ফেলেছেন। এক সময় কালিয়াগঞ্জ শহরকে যেহেতু ‘উত্তর দিনাজপুরের কানপুর ‘ বলা হ’ত, সেই শহর থেকে নকল তেল উদ্ধার হওয়ার ফলে শুধু ওই ব্যবসায়ী-ই ক্ষতিগ্রস্ত হলেন না সুনাম ক্ষুন্ন হ’ল সমগ্র কালিয়াগঞ্জ শহরেরও।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close