ঋণের টাকা শোধ করতে না পারার কারনে খুন হতে হ’ল এক টোটোচালককে। ঘটনাটি ঘটেছে ইসলামপুরের গোয়ালপোখর থানার চুরাকুট্টি এলাকায়। নিহত ওই টোটোচালকের নাম মহবুল হক।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মাত্র পাঁচ হাজার টাকা ঋণ শোধ করতে না পারার কারণে খুন হতে হ’ল হতভাগ্য টোটোচালক মহবুল হককে। মঙ্গলবার গোয়ালপোখর থানার কাঁঠালবাড়ি তিস্তা ক্যানেল এলাকায় হাত পা বাঁধা রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় মহবুলকে। দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। পরিবারের অভিযোগ, তাকে খুনে করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় খুনের ঘটনা নিয়ে পুলিশ সুপার বিশপ সরকার এক সাংবাদিক বৈঠক করেন। সেই সাংবাদিক বৈঠকে তিনি জানান, গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনার তদন্তে নেমে দু’জনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম মহম্মদ সালমান ও সুনীল রায়।মহম্মদ সালমান জানায়, মহবুল হক তার কাছে পাঁচ হাজার টাকা ঋণ নেয়। কিন্তু সেই ঋণের টাকা শোধ করতে পারেনি ঋণগ্রহীতা। গত সোমবার ভাড়া নিয়ে যাওয়ার নাম করে গোয়ালপোখর থানার লাড়ুখোয়া এলাকায় নিয়ে এসেছিল টোটোচালক মহবুল হককে। তার হাত ,পা বেঁধে খুন করে টোটো নিয়ে পালায় মহম্মদ সালমান ও সুনীল রায়। পুলিশ তাদের আটক করে সেইসঙ্গে মহবুল হক-এর টোটোটিকেও উদ্ধার করেছে। এরপর তাদের ইসলামপুর মহকুমা আদালতে তুললে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় ইসলামপুর মহকুমা আদালত। পুলিশের আশা-ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করে খুনে ব্যবহৃত সমস্ত অস্ত্রও উদ্ধার করা সম্ভব। এদিন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার বিশপ সরকার কি কি জানিয়েছেন শুনুন-
উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।