শুক্রবার বিকেলে জলপাইগুড়ি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে মিলন মেলার সূচনা করা হল।
উল্লেখ্য, ওই ওয়ার্ডের সংঘমিত্রা ক্লাব ময়দান থেকে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে ওয়ার্ড পরিক্রমা করে। যেখানে ওয়ার্ডের কচিকাঁচা থেকে শুরু করে মহিলা এবং বয়স্করাও অংশ নিয়েছিলেন। যেহেতু গত দু’বছর করোনা আবহের কারনে ওয়ার্ডে কোনও উৎসব হয়নি, তাই এবছর সংশ্লিষ্ট উৎসবকে কেন্দ্র করে একটু বাড়তি উন্মাদনা রয়েছে সকলের মধ্যে। প্রতিবছর মিলনমেলাকে দুটি পর্বে ভাগ করা হয়। একটি খেলাধুলো অন্যটা সাংস্কৃতিক পর্ব। এবারও তাই হচ্ছে। ইতিমধ্যে খেলাধুলো পর্ব শেষ হয়েছে। এবার চলবে সংস্কৃতিক পর্ব। শুক্রবার সাংস্কৃতিক উৎসবের সূচনা হলেও ২১ তারিখ থেকে শুরু হচ্ছে অনুষ্ঠান, চলবে ২৩ তারিখ পর্যন্ত। অনুষ্ঠানে ছোটোদের জন্য আবৃত্তি, গান, আঁকা, কুইজ প্রতিযোগিতা থাকছে। পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীদের নিয়েও প্রতিযোগিতা থাকছে।
জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।