Howrah : জয়রাইড বসাতে গিয়ে মৃত্যু যুবকের

আরও পড়ুন

সোমবার আমতার একটি ছোট্ট গ্রামে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। জয়রাইড বসাতে গিয়েছিলেন এক যুবক। সেখানেই বৈদুত্যিক তার জড়িয়ে শখ খেয়ে মৃত্যু হল তাঁর।

জয়পুর থানার বিনলা গ্রামে কালিপুজোর আয়োজন করা হয়েছিল। মন্দিরের কাছেই একটি ধানজমির পাশের একটি ছোট্ট মাঠে বসেছিল মেলা। উদ্যোক্তাদের জানিয়ে মেলাপ্রাঙ্গণে একটি জ্যাম্পিং ব্যাগ লাগাতে চেয়েছিলেন মানস মণ্ডল নামে বছর চৌত্রিশের এক যুবক।ওইদিন সন্ধ্যে নাগাদ তিনি মাঠের একটি অংশে জয়রাইড লাগানোর কাজ চলছিল। এক সঙ্গীকে নিয়ে ইলেক্টিকের মোটরের সাহায্যে ব্যাগের ভেতর হাওয়া দিচ্ছিলেন মানস। আচমকাই একটি বিকট শব্দ হয় মোটরে। এরপরেই মাটিতে পড়ে যান মানস।

সূত্রের খবর, পুজো কমিটির উদ্যোক্তারা মানসকে সঙ্গে সঙ্গে স্থানীয় স্বাস্থকেন্দ্রে নিয়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠায়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, হাওড়া।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close