Mumbai : একই পরিবারের ৭ জনের দেহ নদী থেকে উদ্ধার

আরও পড়ুন

বুধবার মহারাষ্ট্রের পুনেতে একই পরিবারের সাতজনের দেহ ভিমা নদীর বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে। প্রথমে চারটি পরে তিনটি দেহ উদ্ধার করা হয় হয়।

উল্লেখ্য, পুলিশ তদন্ত নেমে জানতে পারে, সাতজন একই পরিবারের সদস্য ছিলেন। পুলিশের প্রাথমিক তদন্তের পর অনুমান, ওই পরিবারের প্রত্যেকেই আত্মহত্যা করে থাকতে পারেন। তবে সব দিক খতিয়ে দেখে আরও কিছু তথ্য হাতে আসতে পারে পুলিশের। যার ভিত্তিতে প্রথমে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটজন সদস্যের মধ্যে ওই পরিবারের একজন সদস্য এখনও জীবিত আছেন। স্থানীয়রা জানিয়েছেন, বাড়ির মহিলা বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। লোকলজ্জার ভয়ে ওই পরিবার মহিলার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চেয়েছিলেন। তাদের ধারনা, অপমানের হাত থেকে রক্ষা পেতেই হয়তো পরিবারের সদস্যরা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। যদিও মৃত্যুর কারণ স্পষ্ট নয় পুলিশের কাছে। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এমন ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।

ফোর্টিন টাইমলাইন, মুম্বই, পুনে।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close