Uttar Dinajpur : সরস্বতী পুজোতেও আনন্দে উদ্বেল বিধায়ক গৌতম

আরও পড়ুন

শুধু দুর্গাপুজো, কালীপুজো কিংবা অন্যান্য পুজোই নয়,বৃহস্পতিবার সরস্বতী ঠাকুরের পুজোতেও এলাকার মানুষকে নিয়ে আনন্দে গা ভাসালেন করণদিঘির বিধায়ক গৌতম পাল। প্রতি বছরের মতো এবারও বাড়ির পাশের মাঠে তার পরিবারের পক্ষ থেকে পুজো করা হয়।

উল্লেখ্য, উৎসব এলেই করণদিঘির বিধায়ক গৌতম পালের সক্রিয় অংশ গ্রহন থাকে। দুর্গাপুজো, কালীপুজো নিজেই জাকজমকপূর্ণভাবে করে থাকেন। উৎসবের অন্যদিনগুলিতে তাঁর সক্রিয় অংশগ্রহণ না থাকলেও এলাকার মানুষ যেনও উৎসবের দিনগুলিতে আনন্দে মেতে ওঠেন তারজন্য তিনি বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবস এবং সরস্বতীপুজো উপলক্ষে সকালে এলাকার মানুষকে নিয়ে তাঁর নিজের বাড়ির সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন। পাশাপাশি বাড়ির সামনে সরস্বতীপুজোও করেন। পুজোর প্রসাদ বিতরণ-সহ স্কুলের পড়ুয়াদের তাঁর ছেলে মেয়েদের হাত দিয়ে কিছু ছাত্রীদের হাতে খাতা কলম তুলে দেন। এই অনুষ্ঠানের পরই তিনি সপরিবারে করণদিঘি এলাকার বিভিন্ন বিদ্যালয়ে যান এবং সরস্বতী পুজো কমিটিগুলিকে অভিনন্দন জানান । এছাড়াও ছাত্র-ছাত্রীদের আর্শীবাদ করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কামনাও করেন। সঙ্গে করণদিঘি-সহ সমগ্র দেশবাসীর উদ্দেশে ৭৪ তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছাবার্তা জানান।

উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close