বৃহস্পতিবার দুপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি প্লাস্টিকের গুদাম। ঘটনাটি ঘটেছে কলকাতার আনন্দপুরের চৌবাগা এলাকায়। দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে জোরকদমে
সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেল ৩ টে নাগাদ আচমকা আগুন লেগে যায় ওই গুদামে । সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বিভাগে । খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। তারা আগুন নেভানোর চেষ্টা করছে। তবে ঠিক কি কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয় । দাহ্য পদার্থ থাকায় আগুন চোখের নিমেষে ছড়িয়ে পড়ে গোটা গুদামে। কালো ধোঁযায় আচ্ছন্ন হয়ে যায় পুরো এলাকা। শেষ খবর পাওয়া পর্যন্ত গুদামের ভিতরে কেউ আটকে নেই। কিন্তু কী ভাবে আগুন লাগল ? গুদামে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ যন্ত্রের ব্যবস্থা ছিল কি না ? এই প্রশ্নের জবাব দেননি দমকলের কর্মীরা। তবে তাদের বক্তব্য, আগুন নেভানোর পর অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হবে। শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে। এমন অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে তদন্তের কাজে আনন্দপুর থানা এবং দমকল যৌথভাবে বিষয়টি খতিয়ে দেখবে বলে জানা গেছে।
ফোর্টিন টাইমলাইন, কলকাতা ।