Uttar Dinajpur : বাবার জন্মদিনে ক্যান্সার রোগীদের জন্য চুলদান মেয়ের

আরও পড়ুন

রায়গঞ্জের পশ্চিম বীরনগরের বাসিন্দা উৎপল সেনের শনিবার ৫৩ তম জন্মদিন। এদিন তার কন্যা উষসী বাবার জন্মদিন উপলক্ষ্যে ক্যান্সার আক্রান্তদের জন্য নিজের মাথার চুল কেটে তুলে দিল তার বাবার হাতে।

সূত্রের খবর, রায়গঞ্জ গার্লস উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী উষসী। বহুদিন ধরেই বাবা-মায়ের কাছে ক্যান্সার আক্রান্ত রোগীদের মাথার চুল পড়ে যাওয়ার কথা শুনেছে সে। তাদের মানবিক কষ্টের কথা শুনে সে নিজেকে তৈরি করেছে ও সিদ্ধান্ত নিয়েছে ক্যান্সার আক্রান্তদের জন্য চুল দান করার। একাজে তাকে সর্বত ভাবে সহয়তা করেছে মা শর্মিলা বসাক।

বাবার ৫৩ তম জন্মদিনে উপহার স্বরূপ নিজের মাথার চুল দান করে সে। আধুনিক ডিজিটাল সমাজে সবাই যখন সহমর্মি মানসিকতাকে ক্রমশ হারিয়ে ফেলছে তখন মেয়ে উষসীর এই সহমর্মিতা যুক্ত মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন উষসীর বাবা উৎপল সেন ও মা শর্মিলা বসাকও । মেয়ের কাছ থেকে এমন মানবিক উপহার পেয়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি উৎপল বাবু। এছাড়াও দিদির এমন কাজে খুশি ঊষসীর ছোটবোনও। সেও বড় হয়ে দিদির মতোই চুলদান করতে চায়।

রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close