বৃহস্পতিবার সকালে ইস্পাত কারখানায় আচমকা গ্যাস সিলিন্ডার ফেটে নিহত হয়েছেন দু’জন শ্রমিক । আহত ৪ জন। ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুরের পিয়ারাপুরে দিল্লি রোডের ধারে।
সূত্রের খবর, নিহতদের নাম গুয়েরাম দলুই, বয়স ৪৮ বছর ও পঙ্কজ দাস, বয়স ২০ বছর। একজন শ্রীরামপুরের পিয়ারাপুরের বাসিন্দা অন্যজন শ্রীরামপুরের বেলু এলাকারবাসিন্দা। বৃহস্পতিবার সকালে গণেশ ইস্পাত কারখানায় ছাট মালের কাটিং এর কাজ করছিলেন শ্রমিকরা। আচমকা বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তড়িঘড়ি সকলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। আহত ৪ জনের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদেরকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় শ্রীরামপুর থানার পুলিশ ও স্থানীয় বিধায়ক তথা হুগলি শ্রীরামপুর জেলার তৃণমূল সভাপতি অরিন্দম গুঁইন। বিধায়ক বলেন, লোহা কাটার সময় দুর্ঘটনাটি ঘটেছে। অল্প পারিশ্রমিকে শ্রমিকদের এই কাজগুলি করানো হয়। বিষয়টি কতটা বৈধ তা দেখা দরকার, সঙ্গে নিহত ও আহতদের ক্ষতি পূরণ দেওয়ার দাবিও করেন তিনি । কারখানার শ্রমিক বিশ্বজিৎ দাস বলেন, “বড় লোহা হলে সেগুলিকে গ্যাস দিয়ে কাটা হয়। কারখানায় বিভিন্ন ধরনের লোহা আসে তার মধ্যে সেগুলিতে বারুদ থাকে সেগুলি দূরে সরিয়ে রাখা হয়। এদিন সুপারভাইজারের কথামত ওগুলি কাটতে গিয়েই এই ঘটনা ঘটে আমাদের নিরাপত্তা কোথায়’ ? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, হুগলি, শ্রীরামপুর।