পূতি গন্ধময় নোংরা জলে তৈরি হচ্ছে মিড ডে মিলের খাবার । আর এই মিড ডে মিল খেয়ে অসুস্থ হচ্ছে ছাত্র-ছাত্রীরা। এই পরিস্থিতিতে যদি জেলা প্রশাসন সাবমার্সিবল নতুন করে বসিয়ে না দেয় তাহলে মিড ডে মিল বন্ধ করার সিদ্ধান্ত নিতে চলেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে মালদা রতুয়া এক নম্বর ব্লকে।
সূত্রের খবর, মালদা জেলায় যখন মিড ডে মিলের তদন্তে বিভিন্ন বিদ্যালয় ঘুরে বেড়াচ্ছেন কেন্দ্রীয় প্রতিনিধিদল, ঠিক সেই সময়ে এই ছবি উঠে এ`ল মালদা রতুয়া এক নম্বর ব্লকের কুমারিয়া প্রাথমিক বিদ্যালয়ে। মিড ডে মিলের রান্না করার রাঁধুনি থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন। স্কুল কর্তৃপক্ষ ভালো সাবমার্সিবল বসানোর জন্য রতুয়া এক নম্বর ব্লকের বিডিওকে জানিয়েছেন লিখিতভাবে কিন্তু এখনও পর্যন্ত কোন কাজের কাজ হয়নি। এমন পরিস্থিতিতে মিড ডে মিল বন্ধ হলে ছাত্র ছাত্রীদের সংখ্যা যেমন কমবে ঠিক তেমনি অর্ধাহারেও দিন কাটাতে হতে পারে বলে ধারনা এলাকাবাসীদের।
ফোর্টিন টাইমলাইন, মালদা।